(Dm) খাজার নামে পাগল (A#)হইয়া
(Dm) ঘুরি আমি আজমীর গিয়া (A#) রে।
(Dm) খাজার নামে পাগল (A#)হইয়া
(Dm) ঘুরি আমি আজমীর গিয়া (A#) রে।
(Dm) এত করে (C)ডাকলাম তারে,
(Dm) এত করে (C) ডাকলাম তারে,
(F) তবু দেখা (C) পাইলাম না।
(A#) পাগল ছাড়া (C) দুনিয়া চলে (Dm) না,
(A#) পাগল ছাড়া (C) দুনিয়া চলে (Dm) না।
(Dm) তুই পাগল, তোর (C) মনও পাগল
(Dm) তুই পাগল, তোর (C) মনও পাগল
(F) পাগল, পাগল, (C) করিস না
(A#) পাগল ছাড়া (C) দুনিয়া চলে (Dm) না,
(A#) পাগল ছাড়া (C) দুনিয়া চলে (Dm) না।
(Dm) মুর্শিদ আছে দেশে (A#) দেশে,
(Dm) এই জগতে কত বেশে (A#)রে,
(Dm) ধরতে পারলে (C) পাবিরে তুই,
(Dm)ধরতে পারলে (C) পাবিরে তুই,
(F) বেহেশতেরি (C) নাজরানা,
(A#) পাগল ছাড়া (C) দুনিয়া চলে (Dm) না,
(A#) পাগল ছাড়া (C) দুনিয়া চলে (Dm) না।
(A#) পাগল ছাড়া (C) দুনিয়া চলে (Dm) না,
(A#) পাগল ছাড়া (C) দুনিয়া চলে (Dm) না।
No comments:
Post a Comment